📍💞একজন নারীর জীবনে স্বামী হচ্ছে বটগাছের ছায়া!যার স্বামী নাই তিনিই জানেন স্বামী যে কত অমুল্যধন!

📍💞একজন নেককার স্ত্রী, তার স্বামীর জন্য শ্রেষ্ঠ সম্পদ। তবে একজন স্ত্রী ততক্ষণ পর্যন্ত নেককার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ৪ টি কাজ সঠিক ভাবে করতে না পারবে! পাঁচ ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা এবং নিজের লজ্জাস্থানের হেফাজত (অর্থাৎ আল্লাহ্‌র বিধান অনুযায়ী পরিপূর্ণ ভাবে পর্দা করা) ও স্বীয় স্বামীর অনুগত্য করতে হবে।

📍💞রাসূল ( সাঃ) বলেছেন : যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে এবং নিজের লজ্জাস্থান হেফাজত করে ও স্বীয় স্বামীর আনুগত্য করে, সে, নিজের ইচ্ছানুযায়ী জান্নাতের যে কোন দরজা দিয়ে ভেতরে প্রবেশ করবে। (আহমাদঃ১৫৭৩/ইবনে হিব্বান,সহিহ আল-জামে:৬৬০)

📍💞রাসুল(সঃ)বলেছেন- স্বামীই তোমার জান্নাত এবং স্বামীই তোমার জাহান্নাম! অর্থাৎ স্বামীর সন্তুষ্টি জান্নাত যাওয়ার অন্যতম মাধ্যম এবং তার অসুন্তুস্টি জাহান্নাম যাওয়ার বড় কারন।

📍💞স্বামীর প্রতি চূড়ান্ত সম্মান ও শ্রদ্ধাবোধ থাকা প্রতিটি স্ত্রীর দায়িত্ব।

📍💞”সুনানে আবু দাউদে” রসূল (স)বলেনঃ আমি যদি নারীদের আল্লাহর পর কাউকে সিজদা করতে বলতাম তাহলে প্রত্যেক নারীকে নিজ স্বামীর সামনে সিজদা করতে বলতাম।

📍💞”কোন স্বামী তার স্ত্রীকে নিজের প্রয়োজনে আহবান করল, আর স্ত্রী সাড়া দিল না; সে স্ত্রী যেন জাহান্নামকেই তার ঠিকানা বানিয়ে নিল।”

📍💞রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,
“সমগ্র পৃথিবীটাই সম্পদে পরিপূর্ণ। আর তার মধ্যে কল্যাণকর ও উত্তম সম্পদ হলো সৎ চরিত্রবান নেককার নারী/স্ত্রী।
[ মুসলিমঃ১৪৬৭, নাসাঈঃ৩২৩২, ইবনে মাজাহঃ১৮৫৫, আহমেদঃ৬৫৩৯,]

📍💞নেককার নারীর গুণাবলিঃ

আল্লাহ তা’আলা বলেন,
فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. النساء:৩৪)
ইবনে কাসির রহ. লিখেন,فالصالحات শব্দের অর্থ নেককার নারী, ইবনে আব্বাস ও অন্যান্য মুফাসসিরের মতে قانتات শব্দের অর্থ স্বামীদের আনুগত্যশীল নারী, আল্লামা সুদ্দি ও অন্যান্য মুফাসসির বলেন حافظات للغيب শব্দের অর্থ স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্ব ও স্বামীর সম্পদ রক্ষাকারী নারী।”[ইবনে কাসির : ১ : ৭৪৩]

📍💞রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ
“তোমাদের সেসব স্ত্রী জান্নাতি, যারা মমতাময়ী, অধিক সন্তান প্রসবকারী, পতি-সঙ্গ প্রিয়- যে স্বামী গোস্বা করলে সে তার হাতে হাত রেখে বলে, আপনি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত, আমি দুনিয়ার কোন স্বাদ গ্রহণ করব না।”[আলবানির সহিহ হাদীস সংকলন : ২৮৭]

📍💞সুনানে নাসায়িতে আবু হুরায়রা রাদিআল্লাহ আনহু থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা জিজ্ঞাসা করা হল, হে আল্লাহর রাসূল, কোন নারী সব চেয়ে ভাল? তিনি বললেন, “যে নারী স্বামীকে আনন্দিত করে, যখন স্বামী তার দিকে দৃষ্টি দেয়। যে নারী স্বামীর আনুগত্য করে, যখন স্বামী তাকে নির্দেশ দেয়, যে নারী স্বামীর সম্পদ ও নিজ নফসের ব্যাপারে, এমন কোনো কর্মে লিপ্ত হয় না, যা স্বামীর অপছন্দ।”[সহিহ সুনানে নাসায়ী : ৩০৩০]

📍💞হে মুসলিম নারী, নিজকে একবার পরখ কর, ভেবে দেখ এর সাথে তোমার মিল আছে কতটুকু। আল্লাহকে সন্তুষ্ট করার পথ অনুসরণ কর। দুনিয়া-আখেরাতের কল্যাণ অর্জনের শপথ গ্রহণ কর। নিজ স্বামী ও সন্তানের ব্যাপারে যত্নশীল হও।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক মহিলাকে জিজ্ঞাসা করেন, “তোমার কি স্বামী আছে? সে বলল হ্যাঁ, রাসূল বললেন, তুমি তার কাছে কেমন? সে বলল, আমি তার সন্তুষ্টি অর্জনে কোন ত্রুটি করি না, তবে আমার সাধ্যের বাইরে হলে ভিন্ন কথা। রাসূল বললেন, লক্ষ্য রেখ, সে-ই তোমার জান্নাত বা জাহান্নাম।”[আহমাদ : ৪ : ৩৪১]

📍💞উপরের আলোচনার আলোকে নেককার নারীর গুণাবলি :
💞১. নেককার : ভাল কাজ সম্পাদনকারী ও নিজ রবের হক আদায়কারী নারী।
💞২. আনুগত্যশীল : বৈধ কাজে স্বামীর আনুগত্যশীল নারী।
💞৩. সতী : নিজ নফসের হেফাজতকারী নারী, বিশেষ করে স্বামীর অবর্তমানে।
💞৪. হেফাজতকারী : স্বামীর সম্পদ ও নিজ সন্তান হেফাজতকারী নারী।
💞৫. আগ্রহী : স্বামীর পছন্দের পোশাক ও সাজ গ্রহণে আগ্রহী নারী।
💞৬. সচেষ্ট : স্বামীর গোস্বা নিবারণে সচেষ্ট নারী। কারণ হাদিসে এসেছে, স্বামী নারীর জান্নাত বা জাহান্নাম।
💞৭. সচেতন : স্বামীর চাহিদার প্রতি সচেতন নারী। স্বামীর বাসনা পূর্ণকারী।
যে নারীর মধ্যে এসব গুণ বিদ্যমান, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে জান্নাতী। তিনি বলেছেন, “যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, নিজ সতীত্ব হেফাজত করে ও স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে, যে দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ কর।”[ইবনে হিব্বান, আল-জামে : ৬৬০]

📍💞যারা অবিবাহিত তারা নেককার স্বামী/স্ত্রী ও সন্তান পাওয়ার জন্য বা যারা বিবাহিত তাদের স্বামী/স্ত্রী ও সন্তান ধার্মিক হওয়ার জন্য দুয়াঃ
ﺭَﺑَّﻨَﺎ ﻫَﺐْ ﻟَﻨَﺎ ﻣِﻦْ ﺃَﺯْﻭَﺍﺟِﻨَﺎ ﻭَﺫُﺭِّﻳَّﺎﺗِﻨَﺎ ﻗُﺮَّﺓَ ﺃَﻋْﻴُﻦٍ ﻭَﺍﺟْﻌَﻠْﻨَﺎ ﻟِﻠْﻤُﺘَّﻘِﻴﻦَ ﺇِﻣَﺎﻣًﺎ
উচ্চারণঃ রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা ক্বুররাতা আ ’ ইয়ুন, ওয়াজআ ’ লনা মুত্তাক্বীনা ইমামা।
অর্থঃ হে আমাদের পালনকর্তা,
আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর। সুরা আল-ফুরক্বানঃ ৭৪।

💞📍💞📍💞📍💞📍💞📍

📍💞 In the life of a woman, husband is the shadow of the banyan tree, she has no husband, she knows how honorable husband is!

📍💞 One of the noble wives, the best asset for her husband. But a wife will not be able to do good till 4 things can not be done properly! Five times prayers, fasting of Ramadan and the custody of his own private parts (that is, to be fully screened according to Allah’s law) and his husbands should be obeyed.

The Holy Prophet said: The woman who performs five times a month of fasting, fasting in Ramadan, and protects her private place and obeys her husband, she will enter inside any door of Paradise according to her wishes. (Ahmad: 1573 / Ibn Hibbah, Sahih al-Jami: 660)

The Holy Prophet has said – Husband is your Paradise and husband is your hell! That is, the husband’s satisfaction is one of the means of going to heaven and the reason for its untouchability is hell.

স্ত্রীর The responsibility of every wife, who is ultimate respect and respect for Swami

📍💞 “Sunan Abu Daud” the Messenger (s) said: If I asked women to prostrate after Allah, I would have told every woman to prostrate in front of her husband.

📍💞 “A husband invites his wife to his own need, and the wife does not respond, the wife has made her the place of hell.”

The Holy Prophet (peace be upon him) said,
“The whole world is full of wealth, and in it there is good and good wealth, the virtuous virtuous woman / wife.
[Muslim: 1467, Nasai 3232, Ibn Majah 1855, Ahmed 6539,]

📍💞New woman’s qualities:

Allaah says,
فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. النساء: 34)
Ibn Kassir rah According to the good women, Ibn Abbas and other commentators, the words of قانتات mean the words of kantan, husbands’ wives of Allama Suddi, and other commentators say حافظات للغيب means the woman who protects her virginity and husband’s property in the absence of her husband. “[Ibn Kassir: 1: 743]

The Messenger of Allah (্লাম) said:
“Your wives, Paradise, who are dear to me, who give birth to a child, give birth to their loved ones, who love their husbands, they put their hands in their hands and say, until you are satisfied, I will not taste anything on the earth.” [Al-Albanani Sahih Hadith. 287]

Narrated by Abu Huraira, in Nasai, in Riyadh,
The Messenger of Allah (কে) was asked, “O Messenger of Allah, what is the best woman?” He said, “A woman who makes her husband happy, when the husband looks at her, a woman who obeys his husband, when the husband orders him, that the woman does not engage in any work related to her husband’s wealth and self-worth, which is not her husband’s dislike.” [Sahih Sunan Nasai: 3030]

Muslim women, try yourself one day, think about how much you have in common with it. Follow the path of pleasing Allah. Take oath to attain the good of the world and the Hereafter. Be careful about your husband and your child.
The Messenger of Allah (াল) asked a woman, “Do you have a husband?” He said, “Yes, the Messenger said,” What do you do with him? “He said,” I do not make any mistakes in achieving his satisfaction, but I am different from that. “The Messenger said, Note that he is your heaven or hell. “[Ahmad: 4: 341]

Good qualities of good women in the discussion of the above:
💞1. Nkaka: Good working person and women who earn their rights.
2. Loyalty: In obedience to lawful women, obedient women
💞3. Sati: Protecting women of their own self, especially in the absence of their husbands.
💞4. Hefajtakta: The husband’s wealth and the custody of his own child.
💞5 Interested: Women who are interested in taking husband’s choice and clothing.
💞6. Efforts: Woman seeking protection from her husband. Because the Hadith comes, the husband of the husband or the hell of hell
💞7. Conscious: Woman aware of husband’s needs. Fulfilling the wishes of the husband.
According to the statement of Allah’s Messenger (াল), the woman who has these qualities, He said, “The woman who performs prayers for five times, fasting in Ramadan, protects her chastity and obeys her husband, it will be said, enter the garden by which door is entered.” [Ibn Hibban, al-Jami: 660]

📍💞 Those who are unmarried, to get good husbands / wives and children, or to those who are married, their husbands / wives and children are duaah
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما
Pronunciation: Rabbana Hublana Min Azaazina wa Zuriyatina Qurrata A ‘Yun, Wajah’ Lana Muttqbina Imam.
It means: Our Lord,
Give us comfort from our wives and our children on behalf of our eyes and make us ideal for the righteous. Surah Al-Furqan: 74

💞📍💞📍💞📍💞📍💞📍